ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনিদের পরিস্থিতির নিন্দা জানালেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৫২, ২৫ ডিসেম্বর ২০২৫
ফিলিস্তিনিদের পরিস্থিতির নিন্দা জানালেন পোপ

বড়দিনের প্রথম ভাষণে গাজার ফিলিস্তিনিদের পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও। বৃহস্পতিবার তিনি তার ভাষণে গাজার মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন।

প্রথম মার্কিন পোপ লিও জানিয়েছেন, যীশুর একটি আস্তাবলে জন্মগ্রহণের গল্পটিতে দেখাা যায়, ঈশ্বর বিশ্বের মানুষের মধ্যে ‘তাঁর ভঙ্গুর তাঁবু স্থাপন করেছিলেন। তাহলে, আমরা কীভাবে গাজার তাঁবুগুলোর কথা ভাবতে পারি না, যেগুলো কয়েক সপ্তাহ ধরে বৃষ্টি, বাতাস এবং ঠান্ডার জন্য উন্মুক্ত ছিল?”

প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে বিশ্বের কার্ডিনালদের মাধ্যমে মে মাসে নির্বাচিত হওয়ার পর লিও তার প্রথম বড়দিন উদযাপন করছেন। লিও তার পূর্বসূরির চেয়ে শান্ত, আরো কূটনৈতিক স্টাইল এবং সাধারণত তার ভাষণে রাজনৈতিক বিষয় উল্লেখ করা থেকে বিরত থাকেন।

পোপ লিও সম্প্রতি গাজার ফিলিস্তিনিদের অবস্থার জন্য বেশ কয়েকবার দুঃখ প্রকাশ করেছেন এবং গত মাসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা।

বৃহস্পতিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হাজার হাজার মানুষের সাথে প্রার্থনায় লিও বিশ্বজুড়ে গৃহহীনদের অবস্থা এবং সাধারণভাবে যুদ্ধের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য দুঃখ প্রকাশ করেন।

পোপ বলেন, “অসহায় জনগোষ্ঠীর ভঙ্গুরতা চলমান বা সমাপ্ত অনেক যুদ্ধের মাধ্যমে পরীক্ষিত, যা ধ্বংসস্তূপ এবং উন্মুক্ত ক্ষত রেখে গেছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়