ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, দেশের ফ্লাইট রাত সোয়া ১২টায়

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২৩:১১, ২৪ ডিসেম্বর ২০২৫
হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, দেশের ফ্লাইট রাত সোয়া ১২টায়

হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

আরো পড়ুন:

রাত সোয়া ১২টায় হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে তারেক রহমান ও তার সঙ্গীদের বহনকারী বাংলাদেশে বিমানের বিজি ২০২ ফ্লাইট।

এর আগে ৮টার দিকে লন্ডনের বাসা থেকে সপরিবারে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।

প্রায় দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন তারেক রহমান। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। পূর্বাচলে তাকে দেওয়া হবে সংবর্ধনা। তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন। বিএনপির আশা, সংবর্ধনা সভায় ৫০ লাখের বেশি নেতাকর্মীর জমায়েত হবে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়