তারেক রহমানের প্রত্যাবর্তন
সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ২০ হাজার নেতাকর্মী
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় সাতক্ষীরা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৫টায় শহরের আমতলা মোড় কেন্দ্রে জড়ো হন জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বাস ও মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রেখেছে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় সাতক্ষীরা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন।”
ঢাকা/শাহীন/রাজীব