ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘স্বয়ংসম্পূর্ণ অস্ত্র শিল্প গড়ে তুলবে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৪, ২৪ ডিসেম্বর ২০২৫
‘স্বয়ংসম্পূর্ণ অস্ত্র শিল্প গড়ে তুলবে ইসরায়েল’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, অন্যান্য দেশের উপর নির্ভরতা কমাতে তার দেশ স্বয়ংসম্পূর্ণ অস্ত্র শিল্প গড়ে তুলতে ১১০ বিলিয়ন ডলার ব্যয় করবে। বুধবার তিনি এ কথা বলেছেন।

নতুন পাইলটদের জন্য এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা স্বাধীনভাবে নিজেদের সশস্ত্র করার পাশাপাশি প্রয়োজনীয় সরবরাহ সংগ্রহ অব্যাহত রাখব।”

তিনি বলেছেন, “আমি জানি না কোনো দেশ সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ  হতে পারে কিনা। তবে আমরা চেষ্টা করব ... যাতে আমাদের অস্ত্র যতটা সম্ভব ইসরায়েলে উৎপাদিত হয়। আমাদের লক্ষ্য হল ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি স্বাধীন অস্ত্র শিল্প গড়ে তোলা এবং মিত্র দেশসহ যেকোনো পক্ষের উপর নির্ভরতা কমানো।”

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েল বিশ্বের ১৫তম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়