ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, যুব অধিকার পরিষদের মিশন আলী প্রমুখ।
ঝিনাইদহ-৪ আসন কালীগঞ্জ উপজেলার ১১টি ও সদরের ৪টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৬ হাজার জন, নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ২০০ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।
ঢাকা/শাহরিয়ার/রাজীব