বৃহস্পতিবার রাজধানীতে চলাচলের নির্দেশনা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় লাখ লাখ মানুষের সমাগমের মধ্যে রাজধানীবাসীর চলাচল নির্বিঘ্ন রাখার প্রয়াসে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
তারেক রহমানকে অভ্যর্ত্থনা জানাতে ঢাকায় আসা সারা দেশের মানুষের কথা বিবেচনায় নিয়ে রাজধানীবাসীকে রাস্তায় চলাচলে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো মেনে চলার বিশেষ অনুরোধ করেছে ডিএমপি।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে।
নির্দেশনার শুরুতে হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থান এবং সংবর্ধনা স্থান থেকে এভারকেয়ার হাসপাতাল এবং এভারকেয়ার হসপিটাল থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীদের তারেক রহমানের গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মন্ডল পর্যন্ত রাস্তায় চলাচলের ক্ষেত্রে পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে যেসব বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে, তার মধ্যে রয়েছে-
ক. আব্দুল্লাহপুর-কামারপাড়া-ঘউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা যাবে।
খ. উত্তরা ও মিরপুরে বসবাসকারীরা এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমডাম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেঁড়িবাধ হয়ে চলাচল করা যাবে।
গ. গুলশান, বাড্ডা ও প্রগতি স্মরণি এলাকার যাত্রী সাধারণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করা যাবে।
ঘ. মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।
ঙ. কাঞ্চনব্রিজ থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহন এক্সপ্রেসওয়ের মন্ডল থেকে বাঁয়ে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লি.-এর পাশের রাস্তা) মাদানী অ্যাভিনিউ হয়ে চলাচল করতে পারবে।
চ. তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারবে।
ছ. যাত্রীরা বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেন ব্যবহার করতে পারেন।
জ. হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্ট গমনাগমনের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ঝ. মিরপুর ও উত্তরাবাসী বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করতে পারেন।
ঞ. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করতে বলা হয়েছে।
ট. অভ্যর্থনাকারী ব্যক্তিরা কোনো যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না।
ঠ. অভ্যর্থনাকারী ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমেই গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না।
ড. জরুরি পরিষেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ইত্যাদি) এসব নির্দেশনার আওতামুক্ত থাকবে।
ঢ. বিদেশগামী যাত্রীদের সঙ্গে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সঙ্গে কোনো সহযোগী থাকতে পারবে না।
ণ. নতুন বাজার থেকে গুলশান-২ গামী এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী রাস্তা পরিহার করতে হবে।
অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের নির্দেশনা
#টঙ্গী-জয়দেবপুর রোড হয়ে আসা গাড়ি, সিলেট ও চট্টগ্রাম থেকে আসা গাড়ি কাঞ্চনব্রিজ, বিশ্ব এজতেমা মাঠ, টঙ্গী।
#এক্সপ্রেসওয়ে হয়ে আসা গাড়ি পূর্বাচল নীলা মার্কেট, পূর্বাচল-বাণিজ্যমেলা মাঠ, পূর্বাচল।
#আমিন বাজার-গাবতলী হয়ে আসা গাড়ি উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ।
#বাবু বাজার ব্রিজ এবং বসিলা ব্রিজ হয়ে আসা গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁও।
#মাওয়া রোড-বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আসা গাড়ি মতিঝিল বাণিজ্যিক এলাকা।
এসব ডাইভারশন ২৫ ডিসেম্বর ভোর ৪টা থেকে কার্যকর থাকবে বলে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে।
ঢাকা/এমআর/রাসেল