ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
গোপালগঞ্জে তিন আসনে ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে তিনটি আসন থেকে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জ-১ আসনে ১০ জন, গোপালগঞ্জ-২ আসন থেকে ১৩ জন এবং গোপালগঞ্জ-৩ আসন থেকে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান ও গোপালগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া গোপালগঞ্জ-১ আসন থেকে এবি পার্টির মো. প্রিন্স আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মাহমুদ হাসান বলেন, ‘‘জাকের পার্টি তিনশ আসনে প্রার্থী দিয়েছে। তারই ধারাবাহিকতায় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের কাজ করবো। বিশেষ করে স্বাস্থ্য খাতে ও বেকার সমস্যা দূরীকরণে বিপ্লব ঘটাতে চাই।’’
বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ বলেন, ‘‘ইসলামী সমমনা ৮ দলীয় জোট করা হয়েছে। জোট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আশা করি জোট আমাকে প্রার্থী হিসাবে রাখবে এবং আমি জয়লাভ করলে এলাকার উন্নয়ন করবো।’’
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বলেন, ‘‘এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। যে কারণে আমি আগে পৌর মেয়র ও উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেছিলাম। এবার সংসদ নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন ফরম কিনেছি। আশাকরি অতীতের মতো মানুষ আগামীতেও তাদের ভালোবাসা আমাকে দেবে।’’
ঢাকা/বাদল//