কুষ্টিয়ায় ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের এক নাগরিককে আটক করেছে কুষ্টিয়া ৪৭ বিজিবি।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির বাংলাদেশের ভেতরে ডিগ্রিরচর থেকে তাকে আটক করা হয়।
আটক করা ভারতীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে এম বাবু, যার বয়স ৪৫ বছর।
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একজন ভারতীয়কে আটক করা হয়।
এই ভারতীয়কে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/কাঞ্চন/রাসেল