থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে লড়াইয়ের খবর পাওয়া গেছে। বুধবার থাই সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
এদিকে, বুধবার উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে।
বুধবার থাইল্যান্ডের সামরিক বাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তবর্তী প্রদেশ সিসাকেট এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই বাহিনী কামান, ট্যাংক এবং ড্রোন দিয়ে কম্বোডিয়ান বিএম-২১ রকেট হামলার জবাব দিয়েছে। সিসাকেট প্রদেশের ফা মো আই দায়েং-হুয়াই তা মারিয়া এলাকায় একজন থাই সেনা আহত হয়েছে। থাই বাহিনী ১৯ টিরও বেশি কম্বোডিয়ান সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই বাহিনী উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রদেশ বাটামবাংয়ের বানান জেলায় বিমান হামলা চালিয়েছে। একটি বেসামরিক আবাসিক এলাকায় চারটি বোমা হামলা চালানো হয়েছে।
কম্বোডিয়ার শিক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে যে প্রদেশের একটি স্কুলে বিমান হামলা চালানোর সময় শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে।
কম্বোডিয়ার সংবাদমাধ্যম খেমার টাইমস জানিয়েছে, বান্টে মিয়ানচে প্রদেশে থাইল্যান্ডের গোলাগুলিতে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
বুধবার বান পাক্কাদ-পাইলিন সীমান্ত ক্রসিংয়ে দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠক শুরু হওয়ার ঠিক আগে সর্বশেষ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
৭ ডিসেম্বর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই আলোচনাটিই প্রথম। সংঘর্ষে এই পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় দশ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে
ঢাকা/শাহেদ