ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলার তেল বাণিজ্যের ওপর কঠোর নজর রাখার নির্দেশ মার্কিন কর্মকর্তাদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার তেল বাণিজ্যের ওপর কঠোর নজর রাখার নির্দেশ মার্কিন কর্মকর্তাদের

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, হোয়াইট হাউস মার্কিন সামরিক বাহিনীকে কমপক্ষে আগামী দুই মাসের জন্য ভেনেজুয়েলার তেলের বাণিজ্যের ওপর চাপ প্রয়োগের ব্যাপারে প্রায় একচেটিয়াভাবে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন বর্তমানে কারাকাসের উপর চাপ প্রয়োগের জন্য সামরিক উপায়ের চেয়ে অর্থনৈতিক উপায় ব্যবহারে বেশি আগ্রহী।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “যদিও সামরিক বিকল্প এখনো বিদ্যমান, তবুও হোয়াইট হাউস যে ফলাফল খুঁজছে (তাতে) পৌঁছানোর জন্য প্রথমে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ ব্যবহার করাই লক্ষ্য।”

রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সম্পর্কে তার সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে প্রকাশ্যে লজ্জাবোধ করলেও, তিনি ব্যক্তিগতভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশ ছেড়ে পালাতে চাপ দিয়েছেন। সোমবার ট্রাম্প জানিয়েছেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ওই কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত প্রচেষ্টা মাদুরোর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে এবং বিশ্বাস করা হচ্ছে যে জানুয়ারির শেষের দিকে, ভেনেজুয়েলা অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হবে যদি না তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য ছাড় দিতে রাজি হয়।”

চলতি মাসে এখন পর্যন্ত, মার্কিন কোস্টগার্ড ক্যারিবিয়ান সাগরে দুটি ট্যাংকার আটক করেছে, দুটিই ভেনেজুয়েলার অপরিশোধিত তেলে ভরা। 

ভেনেজুয়েলার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা মঙ্গলবার বলেছেন, “হুমকি ভেনেজুয়েলা নয়। হুমকি হল মার্কিন সরকার।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়