খাগড়াছড়িতে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়িতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (যিশু খ্রিষ্টের জন্মদিন) উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ উৎসব উদযাপন করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন চার্চ ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন।
সকাল থেকে খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা ও উপাসনার। চার্চের পালক হেমংকর ত্রিপুরার নেতৃত্বে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়। উপাসনায় চার্চের নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুসহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ খ্রিষ্টানরা অংশ নেন।
বড়দিনের কেক কাটার পর শিশু ও কিশোরদের জন্য ইনডোর ও আউটডোর গেমের আয়োজন করা হয়, যা উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। চার্চ প্রাঙ্গণ আলোকসজ্জা ও রঙিন সাজে সজ্জিত করা হয়।
সকাল থেকে চার্চ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
চার্চের পালক হেমংকর ত্রিপুরা বলেছেন, বড়দিন আমাদের জন্য ভালোবাসা, ক্ষমা ও মানবতার শিক্ষা বহন করে। এই দিনে আমরা সবাই যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি, এটাই আমাদের কামনা।
খাগড়াছড়িতে এ বছর প্রায় ৯৮টি ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক গির্জায় বড়দিন উদযাপিত হচ্ছে। সার্বিকভাবে পাহাড়ি এই জেলায় বড়দিন উপলক্ষে ছিল ধর্মীয় সম্প্রীতি ও আনন্দের মিলনমেলা।
ঢাকা/রূপায়ন/রফিক