বাসভবনে পৌঁছে সরকার থেকে দেশবাসী- সবাইকে ধন্যবাদ তারেক রহমানের
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবনে পৌঁছে সরকার থেকে দেশবাসী- সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এসএসএফ, পিজিআর, বিজিবি, আনসার বাহিনী, সিএসএফসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র-জনতা, শ্রমিক এবং সকল শ্রেণি-পেশার মানুষ ও সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যদের প্রতি তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তার সঙ্গে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল ৯টা ৫৬ মিনিটে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখান থেকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে যান তার মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে। রাত ৭টা ৩১ মিনিটে হাসপাতাল থেকে গুলশানে বাসার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবনের গেটে পৌঁছান।
ঢাকা/রাজীব