ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাল খেলা, আজ জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:১৫, ২৫ ডিসেম্বর ২০২৫
কাল খেলা, আজ জানা গেল বিপিএলের ৬ দলের অধিনায়কের নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা উঠছে আগামীকাল শুক্রবার। প্রথমবারের মতো ঢাকার বাইরে শুরু হচ্ছে বিপিএলের আয়োজন। বল মাঠে গড়ানোর আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানও আছে দুটি পাতা একটি কুড়ির শহরে।

বিপিএল মানেই অনিয়ম, অপেশাদার সুলভ কর্মকাণ্ড। টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। অথচ আয়োজকরা অংশগ্রহণকারী দলগুলোর একটি ফটোসেশন আয়োজন করতে পারেনি। দলগুলো শেষ মুহূর্তে ঘোষণা করছে অধিনায়কের নাম।

আরো পড়ুন:

আগামীকাল উদ্বোধনী ম‌্যাচে দুপুরে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এই দুই দলের অধিনায়ক যথাক্রমে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। সিলেট আজ সন্ধ‌্যাতে ঘোষণা করেছে অধিনায়কের নাম। নাজমুল প্রতিযোগিতার শুরু থেকেই দলের সঙ্গে সম্পৃক্ত। তার নেতৃত্বেই রাজশাহী খেলবে বিপিএলে।

সন্ধ‌্যার ম‌্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়‌্যালস। নোয়াখালীর অধিনায়ক সৈকত আলী। চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন নাঈম শেখ। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নাঈম শেখের নাম ঘোষণা করেনি চট্টগ্রাম। তবে বিসিবির দায়িত্বে থাকা এই দলটি নাঈমকেই অধিনায়ক করতে যাচ্ছে।

ঢাকা ক‌্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নিজেদের প্রথম অনুশীলনের দিনই মিঠুনকে অধিনায়ক হিসেবে বেছে নেয় ঢাকা। এছাড়া রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন ঘরের ছেলে কাজী নুরুল হাসান সোহান। জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন এই দলে থাকলেও সোহানের ওপর আস্থা রেখেছে রংপুর কর্তৃপক্ষ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়