ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হত্যা: র‌্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:১৭, ২৫ ডিসেম্বর ২০২৫
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হত্যা: র‌্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম কুহিনুর সওদাগর প্রকাশ কুহিন (৩৫)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “গ্রেপ্তারকৃত কুহিন আজমিরীগঞ্জ উপজেলার কুমেদপুর গ্রামের বাসিন্দা।”

আরো পড়ুন:

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর রাসেল আহমেদ হত্যা মামলার পলাতক আসামি কুহিনুর সওদাগরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/মামুন চৌধুরী/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়