ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশজুড়ে ছুটছে ‘ভোটের গাড়ি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৫ ডিসেম্বর ২০২৫  
দেশজুড়ে ছুটছে ‘ভোটের গাড়ি’

প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়িগুলোতে সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শন করা হচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বিষয়ে গণভোট সম্পর্কে ভোটারদের সচেতন করতে দেশব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু করেছে ‘ভোটের গাড়ি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ ডিসেম্বর থেকে এ বিশেষ প্রচারযানগুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে বেড়াচ্ছে। ভোটের আগ পর্যন্ত এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে নির্বাচন ও গণভোটের গুরুত্ব সম্পর্কে জানানো হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

আরো পড়ুন:

প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়িগুলোতে সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্যভিত্তিক ভিডিও প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টার বার্তাও প্রচার করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়