প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণের প্রজ্ঞাপন জারি হয় বুধবার রাতে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির সন্ত্রাসীর গুলিতের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে অবশেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগের খবর হলো।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খোদা বকশের পদত্যাগের প্রজ্ঞাপনের জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে খোদা বকশ কবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত ১০ নভেম্বর প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনজনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ চৌধুরীকে নির্বাহী ক্ষমতা চর্চার সুযোগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব দেওয়া হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগের দাবি ওঠে। এ ঘটনার পর ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন উপদেষ্টা পরিষদে দায়িত্বে রদবদলের দাবি জানায়।
এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসতে পারে— এমন খবর প্রকাশ পায়। গুঞ্জন ছড়ায়, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পরিবর্তে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও গুজব ছড়ায়। পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও আলোচনায় আসে।
এই আলোচনা ও গুঞ্জনের মধ্যেই খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণের প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।
খোদা বকশ চৌধুরী ১৯৭৯ সালে পুলিশে যোগ দেন। ২০০৬ সালের নভেম্বরে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব পান, যা ছিল বিএনপি জোট সরকারের শেষ সময়। পরে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দীন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি আইজিপির দায়িত্ব ছিলেন।
অবশ্য ফখরুদ্দীন আহমদের সরকার দায়িত্ব নেওয়ার পর খোদা বকশকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ২০১০ সালের মার্চে তিনি স্বেচ্ছায় অবসরে যান।
ঢাকা/এএএম/রাসেল