ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্বরেকর্ড, দ্রুততম শতক হাঁকালেন সাকিবুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৫
৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্বরেকর্ড, দ্রুততম শতক হাঁকালেন সাকিবুল

শিরোনাম পড়েছেন! একদিনের ক্রিকেটে এমন স্কোরকার্ড সাধারণত চোখের ভুল মনে হতে পারে। কিন্তু এটি কোনো টাইপো নয়। বিজয় হাজারে ট্রফিতে ইতিহাসের পাতায় জায়গা করে নিল বিহার। অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৫৭৪ রান তুলে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছে তারা।

এর মাধ্যমে বিহার ভেঙে দিয়েছে তামিলনাডুর আগের রেকর্ড। ২০২২-২৩ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষেই তারা করেছিল ৫০৬/২। এক সকালে কার্যত উড়িয়ে দিয়েছে সব পুরোনো মানদণ্ড। একদিনের ক্রিকেটে এই স্তরে নতুন এক উচ্চতায় পৌঁছে গেছে বিহার।

আরো পড়ুন:

ইনিংসের শেষ অধ্যায়টি পুরোপুরি নিজের করে নেন অধিনায়ক সাকিবুল গনি। মাত্র ৪০ বলে ১২৮ রান করে তিনি বিহারের স্কোর ৫৬০ ছাড়িয়ে নিয়ে যান। সেখানেই থামেননি। এই বিধ্বংসী ইনিংসের মধ্য দিয়ে গনি গড়েছেন একাধিক ঐতিহাসিক রেকর্ড। প্রথমত, বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এটা দ্রুততম শতক। দ্বিতীয়ত, কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম লিস্ট ‘এ’ শতক। মাত্র ৩২ বলেই শতক পূর্ণ করেন গনি। বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি এখন তৃতীয় দ্রুততম শতক। তার আগে আছেন শুধু জেক ফ্রেজার-ম্যাকগার্ক (২৯ বল) ও এবি ডি ভিলিয়ার্স (৩১ বল)।

এই রেকর্ড কোনো একক ঝড়ে আসেনি। এটি ছিল তিন ব্যাটারের সম্মিলিত ধ্বংসযজ্ঞ। মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৮৪ বলে ১৯০ রানের অবিশ্বাস্য ইনিংসে তিনি পাওয়ারপ্লে থেকেই বার্তা দিয়ে দেন এটি বিশেষ কিছু হতে যাচ্ছে। এরপর মিডল ওভারে গতি একচুলও কমতে দেননি আয়ুষ লোহারুকা। ৫৬ বলে ১০৬ রান করে ইনিংসকে রাখেন পুরোপুরি ওভারড্রাইভে।

গনি যখন শেষদিকে আক্রমণে নামেন, তখনই বোঝা যাচ্ছিল রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা মাত্র। তার ঝড়ো ব্যাটিং সেই সম্ভাবনাকে রূপ দেয় নতুন ইতিহাসে ৫৭৪ রানের দলীয় সংগ্রহ, যা এখন থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ মানদণ্ড।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ:

ক্র.নং স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু
৫৭৪/৬ বিহার অরুণাচল প্রদেশ রাঁচি
৫০৬/২ তামিলনাডু অরুণাচল প্রদেশ বেঙ্গালুরু
৪৯৮/৪ ইংল্যান্ড নেদারল্যান্ডস আমস্টেলভিন

         

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়