ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৪১, ২৫ ডিসেম্বর ২০২৫
রাজবাড়ীতে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সম্রাট। ফাইল ফটো

রাজবাড়ীর পাংশার ক‌লিমহ‌রে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মন্ডল ওরফে সম্রাট (২৯) নিহত হয়েছেন। এ সময় দুটি অস্ত্রসহ তার সহযোগী সেলিমকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এ ঘটনা ঘটে। সম্রাট হো‌সেনডাঙ্গার অক্ষয় মন্ড‌লের ছে‌লে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্রাট নিজের নামে এক‌টি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকাসহ আশপাশে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি ভার‌তে পালিয়ে ছিলেন। সম্প্রতি এলাকায়‌ ফি‌রে এক‌টি বাড়ি‌তে চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার বাহিনীর অন্য সদস্যদের নিয়ে ওই বাড়িতে যান সম্রাট। এ সময় বাড়ির লোকজন ডাকাত পড়েছে বলে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়েন সেলিম।

পাংশা ম‌ডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘‘সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাটের নামে হত্যাসহ একাধিক মামলা ছিল। তার সহযোগী সেলিমকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গানসহ আটক করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/রবিউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়