ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুমকিতে ইজিবাইক-টমটমের সংঘর্ষে নিহত ২ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫
দুমকিতে ইজিবাইক-টমটমের সংঘর্ষে নিহত ২ 

শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আহতদের দুমকি হাসাপাতালে নিয়ে যান স্থানীয়রা।

পটুয়াখালীর দুমকিতে ইজিবাইক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপেজলার লেবুখালী-বাউফল মহাসড়কের পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

মারা যাওয়া রবিউল (৬) ও ইব্রাহিম খানের (৬০) বাড়ি বাউফল উপজেলার ঝিলনা ও কলতা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগা এলাকা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে লেবুখালীর দিকে যাচ্ছিল। পিছাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই টমটমের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই শিশু রবিউল মারা যান। আহত হন তিনজন। তাদের দুমকি হাসাপাতালে নিয়ে গেলে সেখানে ইব্রাহিমের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও টমটমটি থানায় আনা হয়েছে। 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়