ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৫  
সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

সুনামগ‌ঞ্জের ত‌া‌হিরপুর উপ‌জেলার চারাগাঁও সীমান্ত এলাকার মাইজহা‌টি গ্রামের এক‌টি বসত‌ভিটা থে‌কে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আরো পড়ুন:

এসব ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব বলে জানিয়েছে বি‌জি‌বি। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেছেন, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। 

উদ্ধার করা বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

ঢাকা/মনোয়ার/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়