কমেছে পেঁয়াজসহ অন্যান্য সবজি ও মাছের দাম
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পেঁয়াজ, মাছ, সবজি
বাজারে সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম। বিক্রেতারা বলছেন, বাজারে গত সপ্তাহে তুলনায় এ সপ্তাহে প্রতি কেজি মাছের দাম গড়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার ও সালেক গার্ডেন কাঁচাবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সপ্তাহে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়। এই হিসেবে দেশি নতুন পেঁয়াজে দাম কমেছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
গত সপ্তাহে দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এই হিসেবে দেশি পুরাতন পেঁয়াজের দামও কমেছে ৪০ থেকে ৫০ টাকা।
এ সপ্তাহে বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। এখন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০ থাকে ৫০ টাকা, সিম ৪০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, দেশি শশা ৬০ টাকা, করলা ৮০ টাকা, গাজর (দেশি) ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, শালগম ৩০ টাকা, কাঁচমরিচ ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ২০ থেকে ৩০ টাকা এবং প্রতি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০টাকা। রসুন (দেশি) ১৭০ টাকা ও আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কমেছে মাছের দাম
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে চাষের মাছের দাম। বিক্রেতারা বলছেন, বাজারে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সরবরাহ ভালো থাকায় চাষের মাছে কেজি প্রতি গড়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
এ সপ্তাহে বাজারে মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। চাষের পাঙাস আকার অনুযায়ী কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ২০০ থেকে ২২০, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, মাঝারি সাইজের পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, ৪০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ ১২০০ টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
স্বাভাবিক হয়েছে মুরগির দাম
গত সপ্তাহের মতো এ সপ্তাহেও পোল্ট্রি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
রাজধানীর কারওয়ানবাজারের পেঁয়াজ বিক্রেতা চাঁন মিয়া সিকদার রাইজিংবিডি ডটকমকে বলেন, “বাজারে এখন নতুন পেঁয়াজ পুরোদমে চলে এসেছে। তাই গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম কমেছে। আগামীতে আরো দাম কমবে বলে আশা করি। এই মুহূর্তে দেশি কৃষকদের কথা চিন্তা করে পেঁয়াজ আমদানি বন্ধ করলে চাষীরা দাম পাবে। পেঁয়াজ ছাড়াও নতুন আলুর দাম কমেছে। সব মিলিয়ে এ সপ্তাহে ক্রেতা-বিক্রেতা উভয়েই সন্তুষ্ট।”
রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা শিক্ষার্থী রাজিব হোসেন রাইজিংবিডি ডটকমকে বলেন, “গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজের দাম কম। মাছ-মুরগির দামও কমেছে। তবে মুদি বাজারের চাল ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তি। সেখানেই সব টাকা চলে যায়। পরে মাছ-মাংস কেনার টাকা থাকে না।”
ঢাকা/রায়হান/এস