ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ঘাতক লঞ্চ জব্দ, আটক ৪

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৫
মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: ঝালকাঠিতে ঘাতক লঞ্চ জব্দ, আটক ৪

ঘাতক ‘অ্যাডভেঞ্চার’ লঞ্চটিকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে আটক করেছে পুলিশ।

চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চার জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঝালকাঠির পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে ঘাতক ‘অ্যাডভেঞ্চার’ লঞ্চটিকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লঞ্চটি আটক করা হয়। সেসময় লঞ্চে থাকা চার জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক রহমানের জনসভায় যোগ দিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের একটি অংশ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। গতরাতে ঘন কুয়াশার মধ্যে জাকির সম্রাট নামক একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ ঘটনায় দুই লঞ্চের প্রায় জন ৩০ যাত্রী আহত হন এবং চার জনের মৃত্যুর খবর শোনা যায়। তবে ঝালকাঠি পুলিশ কিংবা বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। 

ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সামনে দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ পুলিশ লঞ্চঘাটে রয়েছেন। আহতরা সবাই বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নৌ পুলিশের এসআই সরোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় অ্যাডভেন্সার-৯ লঞ্চটিকে আটক করা হয়েছে। লঞ্চে থাকা চার জন স্টাফকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে। তবে লঞ্চের চালক এবং সুকানি পালিয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/অলোক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়