ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরে মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে হাইমচরের নীলকমল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী। তবে, দুর্ঘটনায় নিহতদের কারো নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ঢাকার সদর ঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আমাদের এখানে চারজনের মরদেহ আছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাালে পাঠানো হবে।”

 

দুর্ঘটনাটি কবলিত লঞ্চ দুটি হলো- ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী এ্যাডভেঞ্চার-৯।

এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের যাত্রী জাহিদুল ইসলাম বলেন, “যে দুজন মারা গেছেন, তারা জাকির সম্রাট লঞ্চের যাত্রী। আমাদের লঞ্চের কোনো যাত্রী নিহত হননি। মারা যাওয়া যাত্রীরা লঞ্চের কিনারায় ছিলেন এবং লঞ্চে ধাক্কা লাগায় তারা নিজেদের সামলাতে পারেননি। ঘটনার পর লঞ্চগুলো যে যার গন্তব্যে চলে যায়। আমি নিরাপদে ঝালকাঠি এসে পৌঁছেছি।”

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বছির আলী বলেন, “ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর জাকির সম্রাট লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।”

ঢাকা/এমআর,অমরেশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়