ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাইমের জরিপে বছরের সেরা ছবি

ফটো ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:১১, ২৬ ডিসেম্বর ২০২৫
টাইমের জরিপে বছরের সেরা ছবি

চলতি বছরের ১ মার্চ, গাজা উপত্যকার রাফা শহরের একটি আবাসিক এলাকার ধ্বংসস্তূপের মধ্যে রমজানের প্রথম দিন ফিলিস্তিনিরা একসঙ্গে ইফতার করেন। সংকটময় সময়েও এটি বৃহৎ একটি ইফতারের আয়োজন ছিল। ছবি: আলি জাদাল্লাহ, আনাদোলু

“একটি ছবি হাজার শব্দের সমান”—এ কথা প্রমাণিত। তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে আলোকচিত্রের ভূমিকা ভীষণভাবে শক্তিশালী। ভাষা না জেনেও একটি ছবি দেখে অনেক তথ্য বুঝে নেওয়া যায়। কিংবা, একটি ছবির জবান নেই, তবু ছবিটি বহু কথা বলে দেয়। 

চলতি বছরটি দুঃখ-বেদনা, হাসি-আনন্দে মোড়া, পৃথিবীর নানা প্রান্তে ঘটা নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রীরা। কখনো মানুষের সৃষ্ট ধ্বংসযজ্ঞ, কখনো প্রকৃতির অবারিত সৌন্দর্য। চলতি বছরে তোলা সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন। এ তালিকার ১১টি ছবি নিয়ে এই ফটো ফিচার— 

আরো পড়ুন:

২০২৫ সালের ২৭ জানুয়ারি, দক্ষিণ গাজা থেকে নেতজারিম করিডর অতিক্রম করে গাজা সিটির দিকে হাঁটছেন বাস্তুচ্যুত গাজাবাসীরা। ইসরায়েল উত্তরাঞ্চলে প্রবেশের পথ খুলে দেওয়ার পর, নুসেইরাতের মধ্য দিয়ে উপকূল বরাবর অসংখ্য মানুষ প্লাস্টিকের ব্যাগ ও পুনর্ব্যবহৃত ময়দার বস্তায় তাদের জিনিসপত্র বহন করে অগ্রসর হয়। ছবি: এএফপি। 

 


চলতি বছরের ২৩ মার্চ, ইস্তাম্বুলে পুলিশের পেপার স্প্রেতে আক্রান্ত হন একজন প্রতিবাদকারী, যে গ্যাস মাস্ক ও হুইলিং ডারবিশ পোশাক পরেছিলেন। সরকার বিরোধী রাজনীতিক, ব্যবসায়ী ও সাংবাদিকদের আটক করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। পুলিশের গ্রেপ্তার অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন বিক্ষোভকারীররা (ক্রিস ম্যাকগ্রা—গেটি ইমেজ)। 

 

মিয়ানমারের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার চার দিন পর ছবিটি তোলা হয়। অর্থাৎ চলতি বছরের ১ এপ্রিল, মান্দালয়ের ক্ষতিগ্রস্ত থাতেই কিয়ং মঠে ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন বৌদ্ধ সন্ন্যাসীরা (সাই অং মেইন, এএফপি)।

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দেশটির কারাকাসে এক বিক্ষোভে সমর্থকদের অভিবাদন জানান বিরোধী দলীয় নেতা মারিয়া করিয়া মাচাদো। চলতি বছরের ৯ জানুয়ারি অর্থাৎ তার তৃতীয় মেয়াদের শপথ গ্রহণের আগের দিন চিত্রটি ধারণ করা হয় (আরিয়ানা কুবিলোস, এপি)।

 

স্প্যানিশ পেশাদার টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ ফোরহ্যান্ড মারতে শরীর বাড়িয়ে দেন। চলতি বছরে ‘ইউ.এস. ওপেন মেন’স ফাইনাল ম্যাচের ডে-১৫-এর দিন ছবিটি তোলা। ছবি: রয়টার্স  

 

চলতি বছরের ৮ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে বিক্ষোভ চলাকালে একটি ওয়েমো গাড়ি আগুনে পুড়ে যায়। ছবি: ইথান নোয়া রয় 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিটল সিলভারের বাইরে শিশুরা খেলছে। চলতি বছরের ২ সেপ্টেম্বর ছবিটি তোলা। ‘দ্য ব্যালান্স প্রজেক্ট’ শহরটিকে নতুনভাবে গড়ে তুলতে চায়, যাতে শিশুদের স্বাধীনতা বৃদ্ধি পায় এবং স্ক্রিনের সময় কমে। ছবি: টোনে থিলেসেন-টাইম

 

চলতি বছরের ২০ আগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইসিইর হাতে এক ব্যক্তি আটক হন। ওই ব্যক্তির স্ত্রী তার শিশু কন্যাকে নিয়ে ফেডারেল ভবনের বাইরে কান্নায় ভেঙে পড়েন। এ দৃশ্য দেখে একজন নিরাপত্তারক্ষীও অশ্রুসিক্ত হন। তবে জানা যায়নি, আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ ছিল কি না। ছবি: ক্যারল গুজি

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইটন অগ্নিকাণ্ডের পরের মাসে আলতাডেনার জেনস ভিলেজ এলাকার হ্যারিয়েট স্ট্রিটের একটি বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে গোলাপ ফুলগুলো ফুটে ছিল। এই গোলাপ ফুলগুলো ছিল পুনর্জাগরণের প্রথম দিকের দৃশ্য। এত বিশাল ক্ষতির মাঝেও প্রকৃতির ফিরে আসার ইচ্ছা পুরো সম্প্রদায়ের কাছে আশার প্রতীক হয়ে ওঠে। ছবি: কেভিন কুলি

 

সুদানের রাজধানী খার্তুম থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো এক সময়ের এতিম খানায় আশ্রয় নেয়; যা তাদের অস্থায়ী আবাসে রূপান্তরিত হয়। এতিমখানার পলেস্তারা খসে পড়া দেয়ালই যেন ব্যথার স্মারক। আলো-আঁধারির ছায়ায় বসে রান্না করছেন একজন নারী, উঁকি দিয়ে দেখছে একটি শিশু। পাশের একটি কক্ষে আরেকজন শিশুকেও দেখা যাচ্ছে। আল জুনায়নাহর উপকণ্ঠে অবস্থিত এই পরিত্যক্ত কম্পাউন্ডটি সুদানের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা বহু মানুষকে আশ্রয় দিয়েছে। ছবি: মোয়েসেস স্যামন

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়