ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রেনের হুকে আটকে ৪০০ মিটার ইট বোঝাই ট্রলি

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২৬ ডিসেম্বর ২০২৫  
ট্রেনের হুকে আটকে ৪০০ মিটার ইট বোঝাই ট্রলি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা হল্ট রেলওয়ে স্টেশন এলাকায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ইট বোঝাই ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে  সান্তাহার স্টেশন থেকে লালমনিরহাটগামী (আপ-৭১৩) করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বগুড়া থেকে রওনা হয়। পথে ট্রেনটি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা হল্ট স্টেশন এলাকার কাছে পৌঁছালে কুয়াশার মধ্যে একটি ইট বোঝাই ট্রলি রেললাইন পার হওয়ার সময় সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রলিটি ট্রেনের সামনের হুকে আটকে প্রায় ৪০০ মিটার দূরে চলে যায়। এতে ট্রলির ইঞ্জিন বডি থেকে আলাদা হয়ে যায়। দুর্ঘটনার কারণে গাইবান্ধা-বগুড়া রেললাইনে ট্রেন চলাচল প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার সন্ধ্যায় বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, “দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহায়তায় ট্রলিটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।”

ঢাকা/মাসুম লুমেন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়