ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৬ ডিসেম্বর ২০২৫  
সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল

বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বঘোষিত সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে  স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। শুক্রবার এ ঘোষণা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি এবং অর্থনীতিতে সোমালিল্যান্ডের সাথে তাৎক্ষণিক সহযোগিতা করবে। 

এক বিবৃতিতে তিনি সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহিকে অভিনন্দন জানিয়েছেন, তার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, স্বীকৃতির ঘোষণাটি ‘প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির চেতনার।’

২০২০ সালে এই চুক্তি ট্রাম্পের প্রথম প্রশাসনের মধ্যস্থতায় হয়েছিল। এই চু্ক্তির আলোকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়। পরবর্তীতে অন্যান্য দেশগুলোও এতে যোগ দেবে বলে আশা করা হয়েছিল।

সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদুল্লাহি এক বিবৃতিতে জানিয়েছেন, সোমালিল্যান্ড আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

এদিকে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি শুক্রবার সোমালিয়া, তুরস্ক এবং জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন। তারা সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির নিন্দা জানিয়েছেন, সোমালিয়ার ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধের পর থেকে সোমালিল্যান্ড কার্যকর স্বায়ত্তশাসন উপভোগ করেছে। কিন্তু বিচ্ছিন্ন অঞ্চলটি অন্য কোনো দেশের কাছ থেকে স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়