দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার জিসান কবীর পিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) ও তার আট মাসের শিশুকন্যা তাজরি কবীর প্রিয়ম। তারা প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
গোড়াই হাইওয়ে থানার ওসি সারোয়ার আলম বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে একটি প্রাইভেটকার যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। গোড়াই এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মা ও তার শিশুকন্যা নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’’
ঢাকা/কাওছার/রাজীব