গুলিস্তানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি সংগৃহীত
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫ টায় ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট কাজ করেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়টি জানিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে গুলিস্তানের জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করেছে।
ঢাকা/এমআর/এসবি