ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ‘রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৯, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০০:১১, ২৭ ডিসেম্বর ২০২৫
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পরিচয় ‘রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধের বেদিতে থেকে বেরিয়ে ১০টা ৩৭ মিনিটের দিকে গাড়িতে বাসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন হইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে সাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিদর্শন বইয়ে নিজের পরিচয়ে লিখেছেন ‘রাজনৈতিক কর্মী’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতা।

আরো পড়ুন:

জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এর পরপরই তারেক রহমান স্মৃতিসৌধের বেদি ছেড়ে তাকে বহনকারী বাসে উঠে যান। ১০টা ৩৭ মিনিটের দিকে গাড়িতে বাসেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন হইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় লিখেন বাংলায় ২৮-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থানে নিজের নাম তারেক রহমান এবং পরিচয় লেখেন ‘রাজনৈতিক কর্মী’।

মন্তব্যের স্থানে তারেক রহমান লেখেন, ১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।

রাত ১০টা ৩৪ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধের ফটক ছেড়ে যায়।

এসব বিষয়ে বিএনপির ঢাকা জেলা কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, “আমরা আগেই ফুল দিয়েছিলাম। উনি এলেন, বেদির সামনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানালেন। গাড়িতে উঠেই পরিদর্শন বইয়ে সাক্ষর করলেন। তারপর বাসভবনের উদ্দেশে তার বাসটি ছেড়ে যায়। এখন আমরা সাভার ছাড়িয়ে যাচ্ছি।”

তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় স্মৃতিসৌধের নিয়ম মেনে বিকালেই তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। তখন সেখানে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক  ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। স্থায়ী কমিটির অন্য সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারাও হাজির ছিলেন।

ঢাকা/সাব্বির/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়