ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৪ বছর বয়সেই কোটি কোটি টাকার হাতছানি বৈভবের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৯ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:১৭, ২৯ এপ্রিল ২০২৫
১৪ বছর বয়সেই কোটি কোটি টাকার হাতছানি বৈভবের

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন বৈভব সূর্যবংশী। তবে সোমবার যা করলেন, তা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই নজিরবিহীন। গুজরাট টাইটান্সের বিপক্ষে ঝড়ের বেগে সেঞ্চুরি করে রীতিমতো রেকর্ডবই উল্টে ফেলেছেন এই কিশোর ওপেনার। ৩৫ বলের বিস্ফোরক শতরান এনে দিয়েছে দল রাজস্থান রয়্যালসকে কাঙ্ক্ষিত জয়, আর বৈভবকে এনে দিয়েছে সারা ভারতজুড়ে প্রশংসা।

তার এই অসাধারণ কৃতিত্বে মুগ্ধ হয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা দিয়েছেন ১০ লাখ রুপির পুরস্কার। তরুণ এই প্রতিভাকে টেলিফোনে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ভাষ্য, ‘‘এই বয়সে এমন অর্জন অনন্য। বৈভব শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্ব হয়ে উঠেছে।’’

আরো পড়ুন:

নীতিশ কুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈভবের সঙ্গে পূর্বের একটি ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “ভারতের ক্রিকেটভবিষ্যতের অন্যতম আশার নাম বৈভব সূর্যবংশী। তার প্রতিভা ও আত্মবিশ্বাস দেখার মতো। এই বয়সেই যা করে দেখাল, তা কল্পনার বাইরে। আমরা গর্বিত।”

জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে বৈভব খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস। ৩৮ বলে ১০১ রান করে আইপিএলে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড নিজের করে নিয়েছেন। ইনিংসে ছিল ৭টি চার ও ১১টি ছক্কা। অর্ধশতক তুলে নিয়েছেন মাত্র ১৭ বলে। সেই ইনিংসেই মিলে যায় আরও চারটি পুরস্কার—ম্যাচসেরা, সর্বোচ্চ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ছক্কা ও সর্বোচ্চ ফ্যান্টাসি পয়েন্ট সংগ্রাহক।

এই চারটি স্বীকৃতির জন্য বৈভব পেয়েছেন ৪ লাখ রুপি পুরস্কার। এর বাইরেও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আরও ১০ লাখ রুপি পুরস্কার যাবে তার ঝুলিতে। সবমিলিয়ে নিজের অভিষেক মৌসুমেই বৈভব যেন কোটি টাকার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।

এর আগে গেল নভেম্বরে আইপিএলের নিলামে তাকে ১ কোটি ১০ লাখ রূপিতে (১ কোটি ৫৬ লাখ টাকা) দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দল পেয়ে ও কোটিপতি হয়ে ইতিহাস গড়েছিলেন বৈভব।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়