ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জগতের হিতসুখ কামনায় খাগড়াছড়িতে গণপ্রবজ্জ্যা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৬, ২৭ ডিসেম্বর ২০২৫  
জগতের হিতসুখ কামনায় খাগড়াছড়িতে গণপ্রবজ্জ্যা অনুষ্ঠিত

জগতের সকল প্রাণির হিতসুখ তথা দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের বুদ্ধমূর্তি দান, সংঘদান ও গণপ্রবজ্জ্যা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নে বর্ণাল আর্য অরণ্য ভাবনা কুঠিরে এই গণপ্রবজ্জ্যা প্রদান করেন আর্য অরণ্য ভাবনা কুঠিরের বিহারধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান আনন্দ ভান্তে।

অনুষ্ঠানে জেলার  বিভিন্ন এলাকার ৪৫ জন বৌদ্ধ ধর্মালম্বী পুরুষ সাত দিনের গণপ্রবজ্জ্যা নেন। 

শুক্রবার থেকে তারা কুঠিরে অবস্থান, গৃহীধর্ম ত্যাগ করে ৯ দিন পর্যন্ত জগতের সকল প্রাণির হিতসুখ ও বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় বুদ্ধ নির্দেশিত পথ অনুসরণ করে ধ্যান ও সাধনা করবেন।

প্রতি বছর এই অনুষ্ঠানটি করে থাকেন বর্ণাল আর্য অরণ্য কুঠিরের বিহারধ্যাক্ষ জ্ঞান আনন্দ ভান্তে ও কুঠিরের উপাসক-উপাসিকারা।

ঢাকা/রূপায়ন/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়