ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে অবশেষে মনোনয়ন পেলেন কবীর আহমেদ ভূঁইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষ নেতা।
রবিবার (২৮ ডিসেম্বর) কবীর আহমেদকে বিএনপির মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হয়।
এর আগে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
স্থানীয়রা জানিয়েছেন, ৯০ বছরের বেশি বয়সী মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকেই ফুঁসে ওঠেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কবীর আহমেদ ভূঁইয়া বিএনপির নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। তাকে গুমও করা হয়েছিল। এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে অমানবিক নির্যাতন করে।
তারা আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিতে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক প্রভাব আছে। তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে দলীয় সম্মেলন হয়।
ঢাকা/মনিরুজ্জামান/রফিক