হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তার জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা।
রবিবার বিকাল সাড়ে ৩টায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করেন তারা।
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বরিশাল ও ঢাকাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে।
এ সময় বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা মিন্টু হাওলাদার, শিক্ষার্থী সাথি আক্তার, সমাজকর্মী বালী তাইফুর রহমান তুর্যসহ অনেকে।
অবরোধকারীরা জানান, হাদি হত্যার এতদিন পর অন্তর্বর্তীকালীন সরকার জানাল- খুনি ভারতে পালিয়ে গেছে। এটি নিঃসন্দেহে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি। হাদির হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
ঢাকা/অলোক//