কুপিয়ে তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাসপাতালে চিকিৎসাধীন আবু সুফিয়ান সিজু।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে জখম করা হয়েছে। হামলায় ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুরঘাট এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় শনিবার। আবু সুফিয়ান সিজু শ্যামপুর-বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত পথরোধ করে সুফিয়ানকে তুলে নেয়। উমরপুরঘাট এলাকায় নিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। সে সময় সুফিয়ানের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আবু সুফিয়ান সিজুর হাতের কব্জি ও পায়ের পাতার জখম অত্যন্ত গুরুতর।
সুফিয়ানের মামা আজিজুল হক বলেন, এ ঘটনায় শাহ আলম ও আব্দুর রাজ্জাক নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দাবি করেন, গ্রেপ্তারকৃতরা সুফিয়ানকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। যারা কুপিয়েছে তারা এখনো অধরা।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম বলেন, ‘‘গ্রেপ্তারকৃতরা জামায়াতের কর্মী। তবে, এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।’’
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ‘‘ঘটনার পরপরই সুফিয়ানের বাবা বাদী হয়ে মামলা করেছেন। ইতোমধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’
ঢাকা/শিয়াম/রাজীব