ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি’

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৮ ডিসেম্বর ২০২৫  
‘নির্বাচন সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে এ বাহিনী। 

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। 

তিনি জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ১১০ জন বিজিবি সদস্য শহিদ হয়েছেন। এ এলাকায় বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। 

লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী জানান, চলতি বছরে দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে দুটি দেশীয় রাইফেল, দুটি ১২ বোর পিস্তল, একটি ১২ বোর শর্ট গান, একটি ৯ এমএম পিস্তল (যুক্তরাষ্ট্রে তৈরী), একটি ৮ এম এম পিস্তল (ভারতে তৈরী), ৫০০ গ্রাম গান পাউডার, একটি ১ নলা দেশীয় বন্দুক, একটি এসএমজি (এম-৪, এ-১), দুটি ম্যাগাজিন এবং ৫০০ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ২৯ জন আসামিসহ মদ, ফেনসিডিল, ইয়াবাসহ প্রায় ২৯ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি।

তিনি বলেন, দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার প্রমুখ। 

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়