ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হত্যা-সহিংসতা রোধে ৭ দফা দাবি তরুণ লেখকদের

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৮ ডিসেম্বর ২০২৫  
হত্যা-সহিংসতা রোধে ৭ দফা দাবি তরুণ লেখকদের

বাংলাদেশে সাম্প্রতিক ধারাবাহিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সৃষ্ট উদ্বেগ–উৎকণ্ঠাসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকট নিরসনে সরকারের কাছে সাত দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আমজাদ হোসেন হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিক খান, সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা, নাগরিক নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং মতপ্রকাশের স্বাধীনতা উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার তরুণ কলামিস্ট দায়িত্বশীল নাগরিক হিসেবে যৌথভাবে এই ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন।

প্রস্তাবনায় সাম্প্রতিক সকল রাজনৈতিক ও অরাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত অপরাধ দমনে শূন্য-সহনশীল নীতি গ্রহণ এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদারের আহ্বান জানানো হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতামুক্ত ও আস্থাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে সমন্বিত ও ন্যায্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি রোধে কার্যকর নীতি গ্রহণের দাবি জানানো হয়।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উস্কানিমূলক ও বিভাজন সৃষ্টিকারী কনটেন্ট রোধে সাইবার নিরাপত্তা জোরদার এবং মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক সংলাপের পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকায় সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়