ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ম্যানসিটি-আর্সেনাল-লিভারপুলের জয়ের রাতে হেরেছে চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৮ ডিসেম্বর ২০২৫  
ম্যানসিটি-আর্সেনাল-লিভারপুলের জয়ের রাতে হেরেছে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল। তবে তাদের জয়ের রাতে হেরেছে চেলসি।

ম্যানচেস্টার সিটি ২-১ ব্যবধানে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কেউ। ৪৮ মিনিটে ম্যানসিটির তিজানি রেইন্ডার্স গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ৫৪ মিনিটে নটিংহ্যামের ওমারি হুটচিনসন গোল করে সমতা ফেরান। তবে ৮৩ মিনিটে ম্যানসিটির রায়ান চেরকি গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আরো পড়ুন:

এদিকে লিভারপুলও ২-১ ব্যবধানে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। ম্যাচের ৪১ মিনিটে রায়ান গ্রেভেনবার্চ ও ৪২ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজ গোল করেন। উলভসের সনান্তিয়াগো বুয়েনো ৫১ মিনিটে একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেননি।

শিরোপার দৌড়ে থাকা আর্সেনালও ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে। ম্যাচের ১৪ মিনিটে মার্টিন ওদেগার্ডের গোলে লিড নেয় গার্নার্সরা। বিরতির পর ৫২ মিনিটে জর্জিনিও রুত্তেরের আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। তবে ৬৪ মিনিটে দিয়েগো গোমেজ একটি গোল শোধ দেন। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি।

ম্যানসিটি, আর্সেনাল ও লিভারপুল ২-১ ব্যবধানে জিতলেও ঠিক একই ব্যবধানে অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে চেলসি। যদিও ম্যাচের ৩৭ মিনিটে চেলসির জোয়াও পেদ্রো গোল করে এগিয়ে নিয়েছিলেন দলকে। কিন্তু অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিনস ম্যাচের ৬৩ ও ৮৪ মিনিটে জোড়া গোল করে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ১৮ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দ্বিতীয় স্থানে। চেলসিকে হারিয়ে অ্যাস্টন ভিলা ৩৯ পয়েন্ট নিয়ে অবস্থান নিয়েছে তৃতীয় স্থানে। লিভারপুল ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ২৯ পয়েন্ট নিয়ে চেলসি আছে ষষ্ঠ স্থানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়