ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৭ ডিসেম্বর ২০২৫  
ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন তারেক রহমান

তারেক রহমান (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নাগরিক হিসেবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হালনাগাদ ও ভোটার তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছেন তিনি।

দলীয় সূত্র জানায়, শনিবার ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাচ্ছেন। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এই আসনটি গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ে গঠিত।

বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে ভোটার তালিকায় সক্রিয় ছিলেন না। দেশে ফিরে তিনি একজন সাধারণ নাগরিকের মতো আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই ভোটার হচ্ছেন। এতে করে গণতন্ত্র, ভোটাধিকার এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি তারেক রহমানের শ্রদ্ধার বিষয়টি আরো স্পষ্ট হচ্ছে।

অনেকের মতে, তারেক রহমানের ভোটার হওয়া শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, বরং এর রয়েছে গভীর রাজনৈতিক তাৎপর্য। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে তারা বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। এটি আগামী দিনে নির্বাচনী রাজনীতিতে তার সক্রিয় ভূমিকারও ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের।

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দল সবসময়ই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভোটার হিসেবে নিবন্ধন সেই অবস্থানেরই প্রতিফলন। দলীয় নেতাদের মতে, ভোটাধিকার নিশ্চিত না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না- এ বাস্তবতা তুলে ধরতেই তারেক রহমান এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ডিসেম্বরে পরিবারসহ দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি ধারাবাহিকভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শহীদদের কবর জিয়ারত, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নাগরিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক উপস্থিতি জানান দিচ্ছেন।

ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে তারেক রহমানের নিবন্ধন বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। দলীয় নেতাদের আশা, এটি ভবিষ্যতের রাজনীতিতে গণতান্ত্রিক ধারাকে আরো শক্তিশালী করবে।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়