ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩১, ২৭ ডিসেম্বর ২০২৫
ইসিতে তারেক রহমান

শনিবার দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে পৌঁছান তারেক রহমান।

ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, ভোটার হতে ইসিতে পৌঁঁছেছেন তার মেয়ে জাইমা রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান তারেক রহমানের গাড়িবহর। এরইমধ্যে ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরণ করেছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুর কবীর বলেন, “তারেক রহমানের পাশাপাশি তার মেয়ে জাইমা রহমানও অনলাইনে আগে থেকেই ফরম পূরণ করেছেন। এখন শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই করে দেখা হবে। সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে।”

এর আগে বেলা সাড়ে ১১টার একটু আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির কবরে পৌঁছান। প্রথমে হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে। সেখান থেকে সরাসরি ইসির উদ্দেশে রওনা দেন তিনি।

এরইমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে ২০০৮ সালে ইসি ছবিযুক্ত ভোটার তালিকা করার সময় বাদ যায় বিএনপির এ শীর্ষ নেতার নাম।

ঢাকা/আলী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়