বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খান
শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে রাশেদ খানকে স্বাগত জানান
বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “মো. রাশেদ খান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন এবং বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, ঝিনাইদাহ-৪ আসন যেটা ঝিনাইদাহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে। এ আসনে মো. রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়া হচ্ছে।”
তিনি ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, “জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগনের জন্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব।”
এদিকে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে ভোটার হস্তান্তর করেছেন মো. রাশেদ খান। শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন থেকে তা অনুমোদন করা হয়।
এ বিষয়ে রাশেদ খান বলেন, “আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেয়া হয়েছে। আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হব। আমি কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে নতুন করে উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।”
ঢাকা/আলী/ইভা