ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘন কুয়াশায় শীতের তীব্রতা, জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫৪, ২৭ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় শীতের তীব্রতা, জনজীবনে ভোগান্তি

পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে গেছে উপকূলীয় জনপদ। কুয়াশা ঝড়ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে গেছে রাস্তাঘাট। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। 

এদিকে আজ শনিবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক ও শ্রমিকসহ সকল শ্রেণীপেশার মানুষ। 

অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া শীতের প্রকোপে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, টাইফয়েড ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ ক্ষেত্রে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। 

কুয়াকাটা সৈকতসংলগ্ন চা-দোকানি স্বপন বলেন, ‘‘কুয়াকাটায় ব্যাপক পর্যটক রয়েছে। কিন্তু প্রচন্ড কুয়াশা আর তীব্র শীতের কারণে অধিকাংশ পর্যটক হোটেল অবস্থান করছেন। যে কারণে ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ২০০ টাকাও বিক্রি করতে পারিনি।’’

কুয়াকাটা পৌর শহরের ভ্যানচালক রহমান মিয়া বলেন, ‘‘আজ প্রচন্ড শীত অনুভূত হয়েছে এবং ঘন কুয়াশা রয়েছে। খুব ভোরে এসেছিলাম পর্যটকদের গঙ্গামতি নিয়ে সূর্যোদয় দেখাব। কিন্তু সকাল থেকে কোনো পর্যটকই আসেনি। বসে বসে সময় কাটাতে হচ্ছে। শীতের কারণে ভ্যান চালানোও দায় হয়ে পড়েছে।’’

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘‘কুয়াশার ঘনত্ব এবং শীতের তীব্রতা আগামী দিনগুলোতে আরো বাড়তে পারে।’’

ঢাকা/ইমরান//

সর্বশেষ

পাঠকপ্রিয়