নির্বাচনের আগে হাদির খুনিদের বিচার ও রায় নিশ্চিতের দাবি সারজিসের
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সারজিস আলম ফেসবুকে এই পোস্ট দেন।
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান হাদির খুনিদের ১২ ফেব্রুয়ারির পূর্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত ও রায় কার্যকর করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে ইনকিলাব মঞ্চের একটি পোস্ট শেয়ার করে এই দাবি জানান সারজিস আলম।
পোস্টে তিনি লিখেন, “হাদী ভাই বলেছিল, আমাকে হত্যা করা হলে শুধু বিচারটা কইরেন। অন্তর্বর্তীকালীন সরকার, ১২ই ফেব্রুয়ারির পূর্বে শহীদ ওসমান হাদী ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত ও রায় কার্যকর করতে হবে।”
ঢাকা/রায়হান/এস