দিনাজপুরে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মোল্লা এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক জুইন (২৩) নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি জানান, দুপুরে উপজেলার বিরাহিমপুর গুচ্ছ গ্রামের সামনে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টর চালক ও বাসের হেলপারের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে বাসের হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর মোল্লা এন্টারপ্রাইজের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে।
ঢাকা/মোসলেম/এস