ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ ডিসেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।
শনিবার (২৭ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৬ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সায়হাম কটনের ১২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৫ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৯ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ কোটি ২৯ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৮ কোটি ২৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৯ লাখ টাকা, রহিমা ফুডের ৭ কোটি ৯৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ৭ কোটি ২৩ লাখ টাকা, ফাইন ফুডসের ৭ কোটি ৩ লাখ টাকা এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এনটি/জান্নাত