ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মসজিদে মসজিদে জুমার পর দোয়ার আয়োজন বিএনপির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২১, ২৬ ডিসেম্বর ২০২৫  
মসজিদে মসজিদে জুমার পর দোয়ার আয়োজন বিএনপির

সারা দেশে মসজিদে মসজিদে জুমার পর চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পক্ষে এই ঘোষণা আসে।

আরো পড়ুন:

পোস্টে লেখা হয়েছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

পোস্টে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে বিএনপি।

লন্ডনের নির্বাসিত জীবন শেষে ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে সারা দেশে চালঞ্চ্য তৈরি হয়। ঢাকায় লাখ লাখ মানুষ তাকে অভ্যর্থনা জানাতে আসে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর জনসমুদ্রের শুভেচ্ছার পৌনে ৯ ঘণ্টা পার করে গুলশানের বাসভবনে পৌঁছান তারেক রহমান। 

ঢাকা/আলী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়