ঘোড়দৌড়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রামপুর ও বদরপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঘোড়াদৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুরে রামপুর ও বদরপুর গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বসন্তপুর গ্রামে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় ইউপি সদস্য বাছির উদ্দিন। রবিবার ফাইনাল ম্যাচে বদরপুর, রামপুর ও বসন্তপুরের ঘোড়ার মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল। ফাইনাল রাউন্ডের আগে বদরপুরের ঘোড়ার ছোয়ালকে রামপুরের ঘোড়ার ছোয়াল ধাক্কা দেয়। এতে বদরপুরের ছোয়াল ঘোড়ার ওপর থেকে নিচে পড়ে আহত হন। এর জেরে দুই গ্রামবাসীর মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব