ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসনাত আবদুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩২, ২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। 

হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে জানতে চাইলে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘‘হাসনাত আবদুল্লাহকে তো আমি চিনিই না! এ পর্যন্ত কোনো দিন দেখা হয়নি। ছেলের সাথে আমার পরিচয় নাই, কিছুই নাই। আগেও ছিল না, এখনো নাই। আমি তাকে কোনো দিন দেখিই নাই। তার বিষয়ে আমি কীভাবে বলব?’’

তিনি আরো বলেন, ‘‘ভোটের মাঠে দ্বিমুখী বুঝি না, ত্রিমুখীও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবারও সেভাবেই নির্বাচনে কাজ করছি।’’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিগত ১৭ বছর মানুষ ভোটের মাঠে যেতে পারে নাই। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমরা আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে যাবে।’’

ঢাকা/রুবেল//

সর্বশেষ

পাঠকপ্রিয়