ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর সেই দুর্লভ কীর্তিতে ভাগ বসালেন দেম্বেলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ২৯ ডিসেম্বর ২০২৫  
রোনালদোর সেই দুর্লভ কীর্তিতে ভাগ বসালেন দেম্বেলে

ফুটবল বিশ্বের ব্যক্তিগত অর্জনের সবকটি চূড়া একে একে জয় করে নিলেন উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর এবং ফিফা দ্য বেস্ট জয়ের পর এবার ফরাসি এই তারকার ক্যাবিনেটে যুক্ত হলো মর্যাদাপূর্ণ ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’। এর মাধ্যমে আধুনিক ফুটবলের অন্যতম সেরা নজির স্থাপন করলেন তিনি। ২০১৭ সালে সর্বশেষ ক্রিস্টিয়ানো রোনালদো একই বছরে এই তিনটি প্রধান পুরস্কার জয়ের বিরল রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৮ বছর পর সেই একই সিংহাসনে বসলেন পিএসজির এই উইঙ্গার।

রবিবার রাতে দুবাইয়ের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেম্বেলের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এবার সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল ও রাফিনিয়া এবং পর্তুগিজ তারকা ভিতিনিয়াকে। সমসাময়িক সেরাদের টপকে এই স্বীকৃতি দেম্বেলের ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করল।

আরো পড়ুন:

ব্যক্তিগত ও দলীয়- উভয় ক্ষেত্রেই ২০২৫ সালটি ছিল দেম্বেলের ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়। পিএসজির হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের রূপকার ছিলেন তিনি।

পারফরম্যান্স হাইলাইটস: ৫৩ ম্যাচে করেছেন ৩৫টি গোল।
ইউরোপ সেরা: চ্যাম্পিয়নস লিগের মঞ্চেই করেছেন ৮টি গোল।
কারিগর: গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৬টি।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত দেম্বেলে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তার ক্লাব ও সতীর্থদের। তিনি বলেন, “২০২৫ সালের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি। ব্যক্তিগত সব ট্রফি জিতলেও ফুটবলে দিনশেষে দলই সবার আগে। আমার কোচ লুইস এনরিকে, ক্লাব চেয়ারম্যান এবং সতীর্থদের ছাড়া এই পথচলা সম্ভব হতো না। এই বিশেষ সম্মাননা আমার কাছে অনেক আবেগের।”

ব্যক্তিগত ট্রফির ‘ট্রেবল’ জয়ের মাধ্যমে উসমান দেম্বেলে প্রমাণ করলেন, কেন তিনি বর্তমান বিশ্বের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ড। রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়ে তিনি এখন ফুটবল ইতিহাসের এক অনন্য উচ্চতায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়