দেশ বাঁচাতে হলে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: মাহমুদুল
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, “দেশকে রক্ষা করতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই।”
তিনি মনে করেন, “এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনি রিপোর্টিং বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথির সমাপনি বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালাটি ইএনডিপির অর্থায়নে যৌথভাবে আয়োজন করে এমআরডিআই এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। অনুষ্ঠানে আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মাহমুদুল হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনাদের লেখার ওপর অনেক কিছু নির্ভর করছে। দেশকে বাঁচাতে হলে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়ার প্রয়োজন নেই, বরং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে। কোথাও কারচুপি হলে তা তুলে ধরতে হবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য জেসমিন টুলী।
ঢাকা/এএএম/এসবি