ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের ৭০০ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৫
ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের ৭০০ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৭০৬ জন ফিলিস্তিনি সাংবাদিক পরিবারের সদস্যকে হত্যা করেছে। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তথ্যের বরাত দিয়ে রবিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিন্ডিকেটের স্বাধীনতা কমিটি শনিবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিবেদন বন্ধ করার লক্ষ্যে যুদ্ধের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে মৃত্যুর চেয়ে বরং এই হামলাগুলো একটি সুপরিকল্পিত কৌশল।

সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা ‘আরো বিপজ্জনক এবং নৃশংস মাত্রা গ্রহণ করেছে, যেটি সাংবাদিকদের পরিবার এবং আত্মীয়স্বজনদের লক্ষ্য করে হামলাকে প্রতিনিধিত্ব করে, সাংবাদিকতার কাজকে একটি অস্তিত্বের বোঝায় পরিণত করার একটি স্পষ্ট প্রচেষ্টা যার জন্য পুত্র, স্ত্রী, বাবা এবং মায়েদের মূল্য দিতে হয়।

স্বাধীনতা কমিটির প্রধান মুহাম্মদ আল-লাহহাম জানান, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত হামলার ধরণ গাজায় স্বাধীন রিপোর্টিংকে দমন করার ইসরায়েলের উদ্দেশ্যকে প্রকাশ করে।

সাংবাদিকদের পরিবারকে লক্ষ্য করে তিনি বলেন, “ইসরায়েলি দখলদারিত্ব সত্যের বিরুদ্ধে একটি ব্যাপক যুদ্ধ চালাচ্ছে, ক্যামেরা এবং শিশুর মধ্যে, কলম এবং ঘরের মধ্যে কোনো পার্থক্য করে না। সাংবাদিকদের পরিবারের রক্ত ​​ফিলিস্তিনি কণ্ঠস্বরকে নীরব করার চেষ্টার অপরাধের জীবন্ত সাক্ষী হয়ে থাকবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়